এআর রহমান ও সায়রা বানুর দাম্পত্যে ইতি: বিচ্ছেদের পরও সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা

Date: 2024-11-29
news-banner

বিশ্ববিখ্যাত সংগীত পরিচালক এআর রহমান এবং তার স্ত্রী সায়রা বানু ২৯ বছরের দাম্পত্য জীবনে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। এই খবর প্রকাশ্যে আসার পর ভক্তদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। সায়রার আইনজীবী বন্দনা শাহ বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, দুজনেই এই সিদ্ধান্ত নিতে মানসিকভাবে কঠিন সময় পার করেছেন।

আইনজীবী বন্দনা শাহ জানান, "দম্পতি তাদের সম্পর্ক নিয়ে গভীর দুঃখ ও যন্ত্রণার মধ্যে রয়েছেন। দাম্পত্যে তিক্ততা তৈরি হওয়ায় এই বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিচ্ছেদের বিবৃতিতে কোথাও বলা হয়নি যে তারা ভবিষ্যতে ফের একত্রিত হবেন না।"

বিচ্ছেদের পর এআর রহমান তার অনুভূতি প্রকাশ করে একটি হৃদয়বিদারক পোস্ট করেন। তিনি লেখেন, "আমরা ভেবেছিলাম, দাম্পত্যের ৩০তম বছরে অন্তত পৌঁছতে পারব। কিন্তু এমন একটি পরিসমাপ্তি কখনো কল্পনা করিনি। হৃদয় ভাঙার ভারে সৃষ্টিকর্তার আসন পর্যন্ত কেঁপে উঠতে পারে। তবুও, আমরা জীবনের অর্থ খুঁজে পাওয়ার চেষ্টা করছি।"

আইনজীবী বন্দনা শাহ জানান, বিচ্ছেদের পরে অর্থ বা সম্পত্তি নিয়ে রহমান-পত্নী খুব বেশি চিন্তিত নন। উভয়েই এই সিদ্ধান্তে যথেষ্ট পরিণত মানসিকতার পরিচয় দিয়েছেন। সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না।

এআর রহমানের পোস্টের পর তার ভক্তরা এ নিয়ে নানা মন্তব্য করেছেন। অনেকে জানতে চান, "কোনোভাবেই কি দাম্পত্য জোড়া লাগানো সম্ভব নয়?" এই প্রশ্নের উত্তরে সায়রার আইনজীবী জানান, "দম্পতির ভবিষ্যৎ নিয়ে এখনই নিশ্চিত কিছু বলা সম্ভব নয়।"

এদিকে, রহমানের পোস্টে তার ভক্তরা সমবেদনা জানিয়ে লিখেছেন, "এই বিচ্ছেদে আমরা সবাই ভীষণ ব্যথিত। আশা করি, আপনারা দুজনেই ভবিষ্যতে সুখ খুঁজে পাবেন।"

এআর রহমান ও সায়রা বানুর এই বিচ্ছেদ শোবিজ দুনিয়ায় আলোড়ন তুলেছে। ভক্তরা তাদের সম্পর্ক আবারও জোড়া লাগার জন্য প্রার্থনা করছেন।

Leave Your Comments