জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সমাজ থেকে ছোটখাটো বৈষম্যের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “গত ৫ আগস্টের আগেও দেশের মানুষ বন্দী ছিলেন। এখন ১৮ কোটি মানুষ স্বস্তির নিশ্বাস নিতে পারছেন। ছাত্র-জনতার আন্দোলনে প্রচুর রক্ত ও ত্যাগের বিনিময়ে স্বৈরাচারকে বিদায় নিতে হয়েছে। কিন্তু সমাজ থেকে এখনো বৈষম্য দূর হয়নি।”
শনিবার (২৮ সেপ্টেম্বর) পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, “জামায়াতে ইসলামীর প্রতিটা সদস্য (রুকন) আগে নিজেদের পাল্টাবে, তারপর তারা দেশ পাল্টাবে। আল্লাহর সৃষ্টি যা কিছু আছে, সবগুলোকে সম্মান করতে হবে। আমরা মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করব এবং আল্লাহর পথে ডাকব।”
তিনি আরও বলেন, “যারা আমাদের বিরোধিতা করেন, আমি তাদের অভিনন্দন জানাই। তারা বিরোধিতা করেন বলেই আমাদের সংগঠনের প্রচার ও চর্চা অব্যাহত থাকে। অনেকের কাছে আমরা যেটা পৌঁছাতে পারতাম না, তারা সেটি পৌঁছে দেয়।”
সম্মেলনে সভাপতিত্ব করেন পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হুসাইন। এতে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাসেম, সিরাজগঞ্জ জেলা আমির অধ্যক্ষ শাহিনুর আলম, নাটোর জেলা আমির ড. মীর নুরুল ইসলাম এবং পাবনা জেলার সাবেক আমির আব্দুর রহিম।
এই সম্মেলনে বক্তারা সমাজ থেকে বৈষম্য দূর করার পাশাপাশি জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।