"স্বৈরাচার বিদায়, এখন দেশ গড়ার পালা"-তারেক রহমান

Date: 2024-11-28
news-banner

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের উন্নয়ন ও দক্ষ মানবসম্পদ তৈরির উপর গুরুত্বারোপ করেন।

লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "বাংলাদেশে স্বৈরাচারের অধ্যায় শেষ হয়েছে। দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় জানিয়েছে। এখন আমাদের কাজ হবে দেশ গড়ে তোলা।"

তিনি আরও বলেন, "বাংলাদেশে অসংখ্য মেধাবী ডাক্তার ও ইঞ্জিনিয়ার রয়েছেন। তবে শুধু ডাক্তার ও ইঞ্জিনিয়ার তৈরি করলেই হবে না। আমাদের মেধা দিয়ে দক্ষ খেলোয়াড় ও সংস্কৃতিকর্মীও তৈরি করতে হবে। আমাদের প্রজন্মের প্রতিভা অনুযায়ী তাদের জাতীয় ও আন্তর্জাতিক মানের দক্ষ করে গড়ে তুলতে হবে।"

তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলের "নতুন কুড়ি" অনুষ্ঠানের কথা উল্লেখ করে জানান, বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় এলে বিভিন্ন ক্ষেত্রে প্রতিভাবানদের খুঁজে বের করে তাদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেবে। বিশেষ করে খেলাধুলার ক্ষেত্রে দেশীয় ভালো মানের ১০টি খেলা বাছাই করে দক্ষ খেলোয়াড় তৈরিতে বিশেষ পরিকল্পনা নেওয়া হবে।

তারেক রহমান বলেন, "জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখতে আমাদের আগামী প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশু একাডেমি প্রতিষ্ঠার মাধ্যমে শিশুদের ভবিষ্যৎ গড়ার পথ দেখিয়েছেন। সেই ধারাবাহিকতায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ঘিরে স্থানীয় পর্যায়ে ব্যাপক সাড়া ফেলে এবং হাজারো দর্শক এতে উপস্থিত ছিলেন।

Leave Your Comments