সচিবালয়ে অগ্নিকাণ্ডে নাশকতার প্রমাণ নেই: বৈদ্যুতিক ত্রুটি থেকেই আগুন

Date: 2024-12-31
news-banner

সচিবালয়ে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো নাশকতার প্রমাণ পাওয়া যায়নি। বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তদন্ত কমিটির অন্যতম সদস্য এবং বুয়েটের অধ্যাপক ড. মাকসুদ হেলালী।

তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটি তাদের প্রাথমিক প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে দাখিল করেছে। প্রধান উপদেষ্টা প্রতিবেদনটি নিয়ে কমিটির সদস্যদের সঙ্গে প্রায় এক ঘণ্টা আলোচনা করেন।

ড. মাকসুদ বলেন, “প্রাথমিক তদন্তে দেখা গেছে, অগ্নিকাণ্ড বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে ঘটেছে। এতে কোনো ধরনের নাশকতার প্রমাণ পাওয়া যায়নি। প্রধান উপদেষ্টা আমাদের কাছে বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন।”

তিনি আরও জানান, সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে। বিশেষজ্ঞরা ভবনগুলোর বিদ্যুৎ সংযোগ, অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা এবং রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া উন্নত করার ওপর গুরুত্ব দিয়েছেন।

প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন শিগগিরই জমা দেওয়া হবে। এ ছাড়া সচিবালয়ের বিদ্যুৎ ব্যবস্থার পুনর্মূল্যায়ন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

সচিবালয়ের অগ্নিকাণ্ড নিয়ে এই প্রাথমিক প্রতিবেদন প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আশাবাদী।

Leave Your Comments