সিরাজগঞ্জের তাড়াশে প্রাথমিক শিক্ষকদের ৯ম ও ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

Date: 2024-10-02
news-banner

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সমন্বয়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২ সেপ্টেম্বর, বুধবার, তাড়াশ উপজেলা চত্বরে এই মানববন্ধনের আয়োজন করা হয়। প্রধান শিক্ষকরা ৯ম গ্রেড এবং সহকারী শিক্ষকরা ১০ম গ্রেডের দাবিতে এই কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে উপস্থিত শিক্ষকরা জানান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য উন্নত গ্রেডভিত্তিক বেতন কাঠামো প্রদান করা অত্যন্ত জরুরি। তারা ৯ম ও ১০ম গ্রেডের দাবি যুক্তিযুক্ত উল্লেখ করে তা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন তাড়াশ সদর মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, নলুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক সহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। বক্তারা এ সময় তাদের দাবির যৌক্তিকতা তুলে ধরে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।


Leave Your Comments