সিরাজগঞ্জের কামারখন্দে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত

Date: 2024-10-21
news-banner

সিরাজগঞ্জের কামারখন্দে রোববার (২০ অক্টোবর) রাতে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত হয়েছেন। উপজেলা চৌবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বেলকুচি উপজেলার আদাচাকী গ্রামের মো. হাসানের ছেলে খালিদ (১৮) এবং একই এলাকার শফিকের ছেলে সোহাগ (১৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে যায়, যার ফলে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর আহত একজনকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, তবে তার পরিচয় এখনও জানা যায়নি।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন এবং পুলিশের পক্ষ থেকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কর্তৃপক্ষ দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন।


Leave Your Comments