ঢাবি ও জাবিতে হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রশিবির

Date: 2024-09-19
news-banner

স্বাধীন ডেস্ক :

ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সম্প্রতি ঘটে যাওয়া গণপিটুনির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম এই ঘটনার প্রতি তাদের প্রতিবাদ জানান। তারা গণপিটুনির মতো মর্মান্তিক হত্যাকাণ্ডকে বন্ধের আহ্বানও জানান।

১৮ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে গণপিটুনি দেওয়া হয়। পরবর্তীতে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

১৬ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার মূল কারিগর হিসেবে অভিযুক্ত ছিলেন ৩৯তম ব্যাচের ছাত্র ও সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা। তাকে শিক্ষার্থীরা গণধোলাই দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির হাতে তুলে দেয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শামীমের বিরুদ্ধে মাদক ব্যবসা, জমি দখল, অস্ত্রবাজি, এবং চাঁদাবাজির অভিযোগ ছিল।

ছাত্রশিবিরের নেতারা জানান, মব জাস্টিস বা গণপিটুনির এই ধরণ দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থার চরম ব্যর্থতা ও দুর্বলতার প্রতিফলন। তারা বলেন, যে কোনো অপরাধীকে আইন অনুযায়ী শাস্তি দেওয়া উচিত, তবে কোনো অবস্থাতেই আইন হাতে তুলে নেওয়া সমর্থনযোগ্য নয়। নেতারা আরও বলেন, এই ধরনের প্রতিহিংসা ও সহিংসতা আমাদের দেশের অর্জিত সাফল্যকে ম্লান করে দিতে পারে।

বিবৃতিতে তারা দেশের জনগণকে সহিংসতার বিরুদ্ধে একসঙ্গে আওয়াজ তোলার আহ্বান জানান এবং রাজনৈতিক সহিংসতা, হত্যাকাণ্ড ও সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হওয়ার ওপর জোর দেন। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে, ছাত্রশিবির নেতারা মব কিলিং বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

ছাত্রশিবিরের নেতারা তাদের বিবৃতিতে মব জাস্টিস বা গণপিটুনির মতো নৃশংস হত্যাকাণ্ড বন্ধের জন্য সমাজের সকল শ্রেণির জনগণকে একত্রিত হয়ে আওয়াজ তোলার আহ্বান জানান।



Leave Your Comments