অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার: বিএনপি কর্মী হত্যাচেষ্টার মামলায় আটক

Date: 2024-11-06
news-banner

 জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক ই-ক্যাব সভাপতি শমী কায়সারকে উত্তরা থেকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। উত্তরা ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের ৫৩ নম্বর বাসা থেকে মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান।

শমী কায়সারের বিরুদ্ধে মামলাটি করেছিলেন বিএনপি কর্মী সৈয়দ হাসান মাহমুদ, যিনি অভিযোগ করেছেন যে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। ৯ অক্টোবর ঢাকার সিএমএম আদালতে করা এই মামলায় শমী কায়সার ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অভিনেত্রী তারানা হালিম, এবং কণ্ঠশিল্পী মমতাজসহ ১৭ জনকে আসামি করা হয়। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দলটির নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনা বাড়তে থাকে, এবং এবার সেই ধারাবাহিকতায় আটক হলেন শমী কায়সার।

অভিনেত্রী শমী কায়সার তার বিভিন্ন রাজনৈতিক মন্তব্যের জন্য বিতর্কিত ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণের কারণে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলাও হয়েছে। গত ১৩ অক্টোবর মাগুরা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা করেন মোহাম্মদ রেজওয়ান কবির নামে এক ব্যক্তি।

এদিকে, শমী কায়সার গত ১৪ আগস্ট ই-কর্মাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। ১৯৭০ সালে জন্মগ্রহণকারী শমী কায়সার শহীদ সাংবাদিক শহীদুল্লাহ কায়সার ও লেখিকা সাবেক সংসদ সদস্য পান্না কায়সারের কন্যা। সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর স্ত্রী মায়া পান্নার বোন। এ হিসেবে শমী কায়সার এবং রাজনীতিক মাহি বি চৌধুরী খালাতো ভাই-বোন।

Leave Your Comments