শিশুশ্রম জিরো করার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান। বুধবার (২ অক্টোবর) বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
শ্রম সচিব বলেন, "শিশুশ্রম থাকলে শিশুদের বিকাশের সুযোগ থাকে না। আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী আমাদের দেশে শিশুশ্রম নিষিদ্ধ হওয়ার কথা, তবে এখনো তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি।" তিনি আরও বলেন, "শিশুশ্রম সম্পূর্ণ বন্ধ করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।"
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ তার বক্তব্যে বলেন, "শিশুশ্রম নিরসনে সরকারের পাশাপাশি সব রাজনৈতিক দল, বেসরকারি প্রতিষ্ঠান ও নাগরিক সংগঠনগুলোর সম্মিলিত প্রয়াস প্রয়োজন। যদিও সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, দৃশ্যমান অগ্রগতি তেমন নেই।" তিনি আরও বলেন, "শিশুশ্রম নিরসনের নামে গৃহীত প্রকল্পগুলোতে গত ১৫ বছরে দেশি ও বিদেশি অর্থের বড় অংশ লুটপাট হয়েছে। বর্তমান সরকারকে এই অনিয়ম খতিয়ে দেখতে হবে।"
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সচিব আব্দুস সামাদ আল আজাদ এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন।
অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল শহীদ পুলিশ স্মৃতি কলেজ ও রানারআপ দল কবি নজরুল সরকারি কলেজের বিতার্কিকদের সম্মাননা দেওয়া হয়। চ্যাম্পিয়ন দলকে নগদ ৫০ হাজার টাকা এবং রানারআপ দলকে ২৫ হাজার টাকার পুরস্কার দেওয়া হয়। শ্রেষ্ঠ বক্তা হিসেবে কবি নজরুল সরকারি কলেজের বিতার্কিক বাদশা ফাহাদকে নগদ ১০ হাজার টাকার পুরস্কার প্রদান করা হয়।