শিক্ষার্থীদের সহিংসতা রোধে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: কো-কারিকুলার কার্যক্রম জোরদার

Date: 2024-11-28
news-banner

সম্প্রতি ঢাকা ও চট্টগ্রামের অন্তত ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সহিংসতায় জড়ানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে কয়েকশ শিক্ষার্থী আহত হয়েছেন এবং অন্তত অর্ধশত কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। জনমনে আতঙ্কের পাশাপাশি অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠা বেড়ে যাওয়ায়, শিক্ষার্থীদের সৃজনশীল ও শিক্ষামুখী কার্যক্রমে সম্পৃক্ত করতে শিক্ষা মন্ত্রণালয় নতুন নির্দেশনা জারি করেছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, “শিক্ষার্থীরা যেন শিক্ষা সংশ্লেষবিহীন সভা-সমাবেশ ও মিছিলে অংশ না নেয়, সেজন্য স্কুল-কলেজগুলোকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে কো-কারিকুলার কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়েছে।"

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক ঘটনাগুলো শিক্ষার্থীদের শিক্ষামুখী মনোভাবের ওপর বিরূপ প্রভাব ফেলছে। এ প্রেক্ষিতে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ এবং সহশিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ত রাখতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও অভিভাবকদের সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

শিক্ষার্থীদের সহশিক্ষামূলক কার্যক্রমে উৎসাহিত করতে ৯টি উদ্ভাবনী কর্মসূচির নমুনা প্রকাশ করেছে মন্ত্রণালয়:

  1. শিক্ষাপ্রতিষ্ঠান পরিচ্ছন্নতা অভিযান
  2. বিজয়ের থিম নিয়ে গ্রাফিতি অঙ্কন ও শ্রেষ্ঠ গ্রাফিতি পুরস্কার প্রদান
  3. থিম সং তৈরি ও পরিবেশনা, শ্রেষ্ঠ থিম সং পুরস্কার
  4. গার্লস স্কুল ও কলেজে পার্সোনাল হাইজিন বিষয়ে প্রশিক্ষণ
  5. জাতীয় দিবস উদযাপন উপলক্ষে কুচকাওয়াজ আয়োজন
  6. ছাত্র-শিক্ষক-অভিভাবকদের অংশগ্রহণে “জুলাই বিপ্লব” নিয়ে আলোচনা
  7. শিক্ষাপ্রতিষ্ঠানের কাছাকাছি নান্দনিক স্থানে ভ্রমণ কর্মসূচি
  8. ক্রীড়া কার্যক্রম: ক্রিকেট, ভলিবল ও ফুটবল প্রতিযোগিতা আয়োজন
  9. উদ্যোক্তা দক্ষতা বাড়াতে জেন-জি উদ্যোক্তা শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা

এ নির্দেশনার মাধ্যমে মন্ত্রণালয় আশা করছে, শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি পাবে এবং সহিংস কর্মকাণ্ড থেকে তারা দূরে থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপদ ও কার্যকর শিক্ষা পরিবেশ নিশ্চিত করার তাগিদ দিয়েছে মন্ত্রণালয়।

Leave Your Comments