বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত কনসার্ট চলাকালে গাঁজা সেবন ও উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে তিনজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়।
সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় বেরোবির স্বাধীনতা স্মারক মাঠে বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে একটি কনসার্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলা রক ব্যান্ড ‘আভাস’ এবং বেরোবি লোকসংগীত ব্যান্ড ‘টঙ্গের গান’-এর শিল্পীরা গান পরিবেশন করেন।
কনসার্ট চলাকালে দর্শক সারির কয়েক জায়গায় বহিরাগত যুবকদের গাঁজা সেবন এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে দেখা যায়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও পুলিশ ক্যাম্প তৎপর হয়ে তাদের আটক করে। ক্যাম্পাসের বিভিন্ন স্থান থেকে আরও কয়েকজন বহিরাগতকে মাদক সেবনের সময় আটক করা হয়। তাদের মধ্যে তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানায় পাঠানো হয় এবং বাকিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
কনসার্টে বহিরাগতদের আধিক্য এবং তাদের উচ্ছৃঙ্খল আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বেরোবির শিক্ষার্থী মাসুদ রানা বলেন, “এ কনসার্ট যেন মাদকসেবীদের নিরাপদ জায়গায় পরিণত হয়েছে। চারদিকে শুধু গাঁজার গন্ধ।”
শিক্ষার্থী শফিকুল ইসলাম শফিক বলেন, “আজ ক্যাম্পাসের পরিবেশ ছিল জঘন্য। চারপাশে সিগারেটের ধোঁয়া ও গাঁজার গন্ধে ভরা। বহিরাগতরা মেয়ে শিক্ষার্থীদের প্রতি বাজে ইঙ্গিত করছিল। এমন পরিস্থিতি বিশ্ববিদ্যালয়ের মান ক্ষুণ্ন করছে।”
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সবুর খান বলেন, “অনুষ্ঠান দেখে মনে হয়েছে মাইকিং করে গাঁজার দাওয়াত দেওয়া হয়েছিল। চারপাশে টোকাই দিয়ে ভরা ছিল।”
রুমিনা আক্তার নামের এক শিক্ষার্থী বলেন, “আজ বাজে অভিজ্ঞতা হলো। কনসার্টে নাচতে নাচতে কয়েকজন যুবক আমাদের দিকে আসছিল এবং বাজে মন্তব্য করছিল।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেন, “কনসার্ট চলাকালে মাদক সেবনের অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানায় পাঠানো হয়েছে।”
বেরোবি পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক আজিজ স্বপন বলেন, “উচ্ছৃঙ্খল আচরণ ও মাদক সেবনের অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়। তিনজনকে অভিযুক্ত করে থানায় পাঠানো হয়েছে এবং বাকিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।”