তিতুমীর কলেজকে বিশেষ সুবিধার সুযোগ নেই, রাজশাহী কলেজকে বিশ্ববিদ্যালয় করা উচিত: শিক্ষা উপদেষ্টা

Date: 2025-02-02
news-banner

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, তিতুমীর কলেজকে কোনো বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই। বরং বাংলাদেশের অন্যতম প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান রাজশাহী কলেজকে বিশ্ববিদ্যালয় করা উচিত।

রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে একনেক (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “সাত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় একে অপরকে চায় না। তাই সাত কলেজ নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি কমিটি কাজ করছে। তবে এই উদ্যোগ বাস্তবায়নে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “তিতুমীর কলেজের অনেক শিক্ষার্থী ক্লাসে ফিরে যেতে চায়। তারা জনদুর্ভোগ সৃষ্টি করতে চায় না। তাই আমি শিক্ষার্থীদের জনদুর্ভোগের বিষয়টি মাথায় রেখে আন্দোলন থেকে সরে আসার অনুরোধ জানাই।”

শিক্ষা উপদেষ্টার এই বক্তব্য সাত কলেজ ইস্যুতে নতুন দিক উন্মোচন করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাত কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করে আসছেন। এখন সরকার তাদের দাবির বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, তা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে কৌতূহল বাড়ছে।

Leave Your Comments