শিক্ষা খাতে মানোন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

Date: 2025-02-16
news-banner

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে পদ পেতে হলে স্কুলের ক্ষেত্রে বিএ পাস এবং কলেজের ক্ষেত্রে মাস্টার্স পাস হতে হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, "আমাদের দেশের বেসরকারি খাতের এমপিওভুক্ত স্কুল শিক্ষকরা সবচেয়ে বেশি অবহেলিত। তারা যে ভাতা পান তা অত্যন্ত অপ্রতুল। তাদের ভাতা বাড়ানোর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি।"

তিনি আরও জানান, বন্ডের মাধ্যমে শিক্ষকদের অবসর ভাতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে এক বছরের বাজেটের ওপর চাপ না পড়ে।

শিক্ষা উপদেষ্টা বলেন, "শিক্ষা খাতে অনেক সমস্যা রয়ে গেছে। তাই শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, মানসম্মত শিক্ষার ওপরও গুরুত্ব দিচ্ছে সরকার।" তিনি জানান, আগামী বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাত বিশেষ গুরুত্ব পাবে

তিনি বলেন, "যেসব বিষয়ের বার্ষিক পরীক্ষা হবে না, সেই বইগুলো ফেব্রুয়ারির মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পৌঁছে যাবে। আর প্রত্যন্ত অঞ্চলে এবার আগে বই বিতরণ করা হবে।"

ডিসিদের উদ্দেশ্যে ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, "কোনো প্রতিষ্ঠানের নাম, ভবন বা স্থাপনা উপদেষ্টাদের নামে না করার বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।"

তিনি শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের কল্যাণে সরকারের নেওয়া পদক্ষেপগুলোর বাস্তবায়নে ডিসিদের সহযোগিতা করার আহ্বান জানান।

Leave Your Comments