রাবিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক ভবন অবরোধের হুমকি

Date: 2025-01-02
news-banner

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা বাতিলসহ তিন দফা দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (১ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সমন্বয়ক সালাউদ্দিন আম্মার এ ঘোষণা দেন

সালাউদ্দিন আম্মার জানান, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া শুরুর আগে পোষ্য কোটা বাতিলের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাত দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছিল। তবে বুধবার অনুষ্ঠিত ভর্তি কমিটির জরুরি সভায় প্রশাসন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের সন্তানদের জন্য এক শতাংশ কোটা রাখার সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্তকে "অযৌক্তিক ও অবৈধ" উল্লেখ করে তিনি বলেন, “আমরা এই সিদ্ধান্ত ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি এবং আমাদের তিন দফা দাবির ব্যাপারে অনড় রয়েছি।”

  1. পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিল।
  2. ভর্তি প্রক্রিয়ায় সাম্য ও ন্যায্যতা প্রতিষ্ঠা।
  3. ভর্তি নীতিমালার সংস্কার।

সালাউদ্দিন আম্মার বলেন, “২ জানুয়ারি সকাল ৯টা ৫০ মিনিটের মধ্যে প্রশাসন যদি পোষ্য কোটা বাতিলসহ আমাদের দাবিগুলো মেনে না নেয়, তাহলে ৯টা ৫১ মিনিট থেকে ১০টা পর্যন্ত প্রশাসনিক ভবন ত্যাগের সময় দেওয়া হবে। এর পর থেকে অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক ভবনে অবরোধ শুরু হবে।”

তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা ক্লাস বর্জন করে সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করুন।”

এর আগে বুধবার দুপুরে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির জরুরি সভায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের সন্তানদের জন্য এক শতাংশ কোটা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আন্দোলনকারী শিক্ষার্থীরা এ সিদ্ধান্তকে "সাময়িক চাপ সামাল দেওয়ার কৌশল" বলে দাবি করেছেন।

সালাউদ্দিন আম্মার আরও বলেন, “বিগত জুলাই বিপ্লবে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম, যার মূল ম্যান্ডেট ছিল কোটার যৌক্তিক সংস্কার। কিন্তু সেই সংস্কার এখনো হয়নি। বরং নতুন ভর্তি বিজ্ঞপ্তিতে অযৌক্তিক কোটা রেখে শিক্ষার্থীদের প্রতি অবিচার করা হয়েছে।”

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানিয়েছে, দাবিগুলো না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে। প্রশাসনিক ভবন অবরোধের পাশাপাশি অন্যান্য কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের প্রতি এ আন্দোলনে সংহতি প্রকাশ করার আহ্বান জানানো হয়েছে।

Leave Your Comments