স্বাধীন ডেস্ক :
আওয়ামী লীগ সরকারের গঠিত প্রশ্নবিদ্ধ শিক্ষা ব্যবস্থা বাতিল করে স্বাধীন শিক্ষা ব্যবস্থার দাবিতে 'শিক্ষা সমাবেশ'র আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টায় রাজধানীর শাহবাগ যাদুঘরের সামনে শুরু হওয়া সমাবেশের প্রধান অতিথি হিসেবে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বক্তব্য রাখার কথা রয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ কামাল উদ্দীন।
সমাবেশে বিগত আওয়ামী লীগ সরকারের নেওয়া প্রশ্নবিদ্ধ শিক্ষা ব্যবস্থা বাতিল করা ও অন্তবর্তিকালীন সরকারের কাছে নতুন শিক্ষা ব্যবস্থা প্রণয়নের দাবি জানান।
সমাবেশে সমমনা ইসলামী বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।