ফেসবুকে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার একটি ছবিতে ‘হা হা’ রিয়্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ছাত্রদলকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। রবিবার সকালে জুলুহার বাজারে এই হামলায় তিন ছাত্রদলকর্মী গুরুতর আহত হন।
আহতদের একজন, সিয়াম শেখ, অভিযোগ করে জানান, জুলুহার গ্রামের আওয়ামী লীগ নেতা মজিবুর রহমানের ছেলে রিয়াদ তার ফেসবুকে শেখ হাসিনার একটি ছবি পোস্ট করেছিলেন। সেই ছবিতে সিয়াম ও তার সঙ্গীরা ‘হা হা’ রিয়্যাক্ট দেন। এই ঘটনার জেরে রিয়াদ, সিয়াম, ফারজুসসহ ১০-১২ জন ছাত্রলীগ কর্মী তাদের ওপর লোহার রড দিয়ে হামলা চালান।
হামলায় আহতদের মধ্যে আছেন সিয়াম শেখ, মো. হাসান, এবং রিয়ান। তারা সবাই নেছারাবাদ উপজেলার ছাত্রদলের সক্রিয় কর্মী।
হামলার ঘটনায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন জুলুহার গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে মোহাম্মদ রিয়াদ, মজিবুর রহমানের ছেলে সিয়াম, এবং ফারুক হোসেনের ছেলে আরজু। তারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সক্রিয় ছাত্রলীগ কর্মী।
এ বিষয়ে জুলুহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির বলেন, “সকালে দুই দল বাজারে মারামারি করেছে বলে শুনেছি। ফেসবুকে শেখ হাসিনার ছবিতে রিয়্যাক্ট দেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটেছে।”
হামলায় জড়িত ছাত্রলীগ কর্মীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটি স্থানীয় প্রশাসনের নজরে এসেছে কিনা, তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এলাকাবাসী দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
ফেসবুকে প্রকাশ্যে মতপ্রকাশের কারণে হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহত ছাত্রদলকর্মীরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তাদের পরিবার ও সহকর্মীরা এই ঘটনার ন্যায্য বিচার দাবি করেছেন।