বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, গত সরকারের উন্নয়নের নামে দেশের অর্থ পাচার ও লোন বৃদ্ধির পথে এগিয়ে গেছে। রোববার (২৯ সেপ্টেম্বর) রাজশাহী নগরীর ভুবনমোহন পার্কে ‘আমার বিএনপি পরিবার’ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি দাবি করেন, “শেখ হাসিনার আমলে ১৮ লাখ ৩৫ হাজার কোটি টাকা লোন নেওয়া হয়েছে, আর ১৭ লাখ ৩৭ হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। এটা কোনো উন্নয়ন নয়, বরং দেশকে অর্থনৈতিকভাবে দুর্বল করার প্রক্রিয়া।”
রিজভী আরও বলেন, “শেখ হাসিনা তার ঘনিষ্ঠদের বিদেশে কালো টাকা পাচার করতে দিয়েছেন এবং তাদের লুটপাটের সুযোগ করে দিয়েছেন। যারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন, তাদেরকে সতর্ক করে তিনি বলেন, শেখ হাসিনার প্রেসক্রিপশনে দেশ চালালে তা বাংলাদেশের জন্য ভালো হবে না।”
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন জানিয়ে রিজভী বলেন, “ড. ইউনূস একজন আন্তর্জাতিক গুণীজন। তাকে সমর্থন করে সব গণতান্ত্রিক রাজনৈতিক দল। তবে যারা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থেকে দীর্ঘদিন ধরে শেখ হাসিনার সরকারের ফ্যাসিবাদ ও লুটপাটে সহায়তা করেছে, তারা সংস্কার ও পরিবর্তনকে বাধাগ্রস্ত করতে পারে।”
রাজশাহী নগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবারের’ উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আলমগীর কবীর, সাংবাদিক আতিকুর রহমান রুমন, বিএনপির মিডিয়া সেলের সদস্য ফারজানা শারমিন পুতুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।