ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার

Date: 2024-09-17
news-banner

স্বাধীন ডেস্ক :

একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি এবং   লেখক শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা পুলিশ। সোমবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর বনানীর নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারের পর শাহরিয়ার কবিরকে রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে, সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকেও গ্রেপ্তার করা হয়, যা চলমান রাজনৈতিক অস্থিরতা এবং আন্দোলনের প্রেক্ষাপটে ঘটে যাওয়া একাধিক গ্রেপ্তারের ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে।



Leave Your Comments