রাজধানীর শাহবাগ মোড়ে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা চাকরি জাতীয়করণের দাবিতে শনিবার (১৯ অক্টোবর) সকাল ১০টা থেকে রাস্তা অবরোধ করে রেখেছেন। এর ফলে শাহবাগ ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সকাল থেকেই কয়েকশো আউটসোর্সিং কর্মী শাহবাগ মোড়ে জড়ো হয়ে যান চলাচল বন্ধ করে দেন, এবং এই অবরোধ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অব্যাহত ছিল।
অবরোধের কারণে শাহবাগ মোড়ের গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনগুলো বিকল্প রাস্তায় ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এতে করে বিভিন্ন দিক থেকে আসা যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। আশপাশের এলাকা, বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনার চারপাশে যানজট ছড়িয়ে পড়েছে।
আন্দোলনকারী কর্মীরা বলছেন, আউটসোর্সিং ব্যবস্থার কারণে তারা দীর্ঘদিন ধরে শোষিত হয়ে আসছেন। আন্দোলনরত কর্মীদের মধ্যে একজন বলেন, “বিগত সরকার শোষণের নীতিমালা দিয়েছে, আমরা শোষিত হয়েছি। আমরা আজ এখানে কাফনের কাপড় নিয়ে এসেছি। দরকার হলে রক্ত দেবো, কিন্তু আমাদের উত্তরসূরীদের আমরা আর নির্যাতিত হতে দেবো না।”
তারা আরও বলেন, “আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিচ্ছি, বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না। তবে সময় ফুরিয়ে আসছে। আমাদের দাবি দ্রুত মেনে নিতে হবে, নাহলে আরও কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হব।”
আন্দোলনকারীদের দাবি, আউটসোর্সিং প্রথা বাতিল করে তাদের চাকরি জাতীয়করণ করা হোক। তারা বলছেন, আউটসোর্সিং কর্মীরা দীর্ঘদিন ধরে চাকরির স্থায়িত্বের জন্য লড়াই করছেন এবং তাদের অধিকাংশই চাকরির নিশ্চয়তা ছাড়াই নিম্ন বেতনে কাজ করতে বাধ্য হচ্ছেন। আন্দোলনকারীরা চাকরি জাতীয়করণের দাবিতে সরকারের নিকট দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
এই কর্মসূচির ফলে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে। তবে এখনো পর্যন্ত কোনো সংঘর্ষ বা বড় ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।