সেনাবাহিনী প্রধানের আশ্বাস: দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত

Date: 2024-10-11
news-banner
  1. বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চলমান দুর্গাপূজার বাকি সময়গুলোতে পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন। শুক্রবার (১১ আগস্ট) বিকেলে ঢাকার রমনা কালী মন্দিরে শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে তিনি এ কথা জানান। এ সময় তার সঙ্গে ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

  2. জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, "উৎসবমুখর সুন্দর পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে দেখে আমি অত্যন্ত আনন্দিত। শুধু ঢাকাতেই নয়, ঢাকার বাইরেও আমাদের লোকজন মোতায়েন আছে। আমরা আপনাদের নিরাপত্তার পূর্ণ নিশ্চয়তা দিচ্ছি। এতদিন সবকিছু ভালোভাবে চলেছে, বাকি সময়ও সুন্দরভাবে উদযাপন করা সম্ভব হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।"

  3. শুভেচ্ছা বক্তব্যে তিনি আরও বলেন, "আমরা একসঙ্গে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান হিসেবে শতাব্দীর পর শতাব্দী বসবাস করে আসছি। অতীতে আমাদের সহাবস্থান ও সহমর্মিতা ছিল, ভবিষ্যতেও তা বজায় থাকবে।" রমনা কালী মন্দিরের ঐতিহ্যবাহী ৩০০ বছরের পুরনো স্থাপনায় এসে সস্ত্রীক উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান। তিনি বলেন, "এই মন্দিরে এসে আপনাদের সঙ্গে দেখা করতে পেরে আমি আনন্দিত। আমরা সবাই আপনাদের পূজা পার্বণে শরিক হবো এবং আনন্দ ভাগাভাগি করবো। ভবিষ্যতেও এই ঐতিহ্য অব্যাহত থাকবে।"

  4. সেনাবাহিনী প্রধানের এমন বক্তব্যে পূজার আয়োজক ও ভক্তদের মাঝে স্বস্তি ও আনন্দের জোয়ার বয়ে যায়। পূজার সময় বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের সহাবস্থানের যে ঐতিহ্যবাহী সম্পর্ক, তা আগামী দিনগুলোতেও একইভাবে বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

  5. বাংলাদেশের সেনাবাহিনী প্রধানের এই আশ্বাসে দুর্গাপূজার বাকি সময়গুলোও আনন্দমুখর ও নিরাপদে উদযাপিত হবে বলে সবার মধ্যে একটি ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে।

Leave Your Comments