বরিশালে স্বেচ্ছাসেবক লীগের নেতার বাসা থেকে হাজার পিস কম্বল জব্দ

Date: 2024-09-25
news-banner

বরিশালের হিজলা উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রিপনের বাসা থেকে এক হাজার পিস কম্বল উদ্ধার করার ঘটনা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই কম্বলগুলো গুদাম থেকে জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গির হোসেন। অভিযানের সময় স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে খুন্না বাজারের একটি গুদাম থেকে কম্বলগুলো উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জানা যায়, রিপন খান হিজলা-মেহেন্দীগঞ্জের সাবেক সংসদ সদস্য পংকজ নাথের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে বিরোধ থাকায় জাতীয় নির্বাচনের সময় কম্বলগুলো বিতরণ করা সম্ভব হয়নি বলে রিপন খান দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী, এসব কম্বল গরিব-দুস্থদের জন্য বরাদ্দ ছিল এবং এগুলো একটি কোম্পানি সরবরাহ করেছিল। কম্বলের ওপর লেখা ছিল "নট ফর সেল," যা স্পষ্ট করে দেয় যে কম্বলগুলো বিক্রির উদ্দেশ্যে ছিল না, বরং মানবিক সহায়তার জন্য।

ইউএনও মো. জাহাঙ্গির হোসেন জানিয়েছেন, এই কম্বলগুলো নিয়ে তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়দের মতে, রিপন খান সাবেক এমপি পংকজ নাথের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি ছিলেন এবং তার বিরুদ্ধে অভিযোগ করার সাহস কেউ করত না।

Leave Your Comments