স্কুল জীবনে সারার ভয়ে তটস্থ থাকতেন অনন্যা, এখন গড়ে উঠেছে ঘনিষ্ঠ বন্ধুত্ব

Date: 2024-10-28
news-banner

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সারা আলি খান ও অনন্যা পাণ্ডের বন্ধুত্ব বলিপাড়ায় আলোচনার বিষয়। তবে তাঁদের এই সম্পর্কের সূচনা হয়েছিল বহু আগে, স্কুলজীবনে। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্কুলজীবনের মজার অভিজ্ঞতা শেয়ার করে অনন্যা বলেন, ছোটবেলায় সারাকে ভীষণ ভয় পেতেন তিনি।

অনন্যার থেকে তিন বছরের বড় সারা ছিলেন ঠোঁটকাটা ও ডাকাবুকো। তিনি মুখের ওপর সোজাসাপটা কথা বলতেন, যা দেখে তটস্থ থাকতেন অনন্যা। স্কুলে এমনকি সারার সামনে না আসার জন্য সিঁড়ি পর্যন্ত এড়িয়ে যেতেন তিনি। অনন্যা আরও জানান, নাটকের সময় সারা তাঁকে ‘এই’ বলে ডাকতেন এবং রূঢ় ব্যবহার করতেন, যদিও এখন সারা তা মানতে নারাজ।

বলিউডে পা রাখার পর তাঁদের বন্ধুত্ব দৃঢ় হয়। কর্ণ জোহরের শো ‘কফি উইথ কর্ণ’-তেও তাঁদের বন্ধুত্বের রসায়ন দেখা গেছে।

Leave Your Comments