স্কুলছাত্রীকে নিয়ে উধাও পুলিশ সদস্য, স্কুলছাত্রী উদ্ধার, পুলিশ সদস্য পলাতক

Date: 2024-10-04
news-banner

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুর এলাকা থেকে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে নিয়ে উধাও হয়েছেন সুমন হোসেন নামের এক পুলিশ সদস্য। শুক্রবার জীবননগর থানার পরিদর্শক (ওসি) এস এম জাবীদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। স্কুলছাত্রীকে উদ্ধার করা হলেও এখনো ওই পুলিশ সদস্যের খোঁজ মেলেনি।

পুলিশ সূত্রে জানা যায়, কনস্টেবল সুমন হোসেন জীবননগর থানাধীন রায়পুর পুলিশ ক্যাম্পে কর্মরত থাকাকালীন সময়ে ওই স্কুলছাত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে সুমনকে রায়পুর ক্যাম্প থেকে সরিয়ে চুয়াডাঙ্গার জেলা পুলিশ লাইন্সে পাঠানো হয় এবং পরে আলমডাঙ্গা থানাধীন জামজামি পুলিশ ক্যাম্পে বদলি করা হয়। কিন্তু সুমন ও ওই স্কুলছাত্রীর মোবাইলের মাধ্যমে যোগাযোগ অব্যাহত ছিল।

গত ৩০ সেপ্টেম্বর তারা ঝিনাইদহের কোটচাঁদপুর এলাকায় চলে যায়। এর পর থেকে স্কুলছাত্রী নিখোঁজ থাকায় তার বাবা জীবননগর থানায় অভিযোগ জানান। শুক্রবার পুলিশ ওই স্কুলছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হলেও সুমন হোসেন এখনও পলাতক রয়েছেন।

ওসি এস এম জাবীদ হাসান জানান, "দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হওয়ার পর সুমনকে রায়পুর ক্যাম্প থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু তাদের যোগাযোগ বন্ধ হয়নি। বর্তমানে স্কুলছাত্রী আমাদের হেফাজতে রয়েছে। সুমনের অবস্থান সম্পর্কে এখনও জানা যায়নি। তাকে র‍্যাবে বদলি করা হলেও সে সেখানে যোগদান করেনি। তাই এখন তাকে আর পুলিশ সদস্য বলা ঠিক হবে না।"

এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা যদি মামলা করেন, তাহলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং পুলিশ কনস্টেবল সুমন হোসেনের সন্ধানে তল্লাশি অব্যাহত রেখেছে।

Leave Your Comments