সৌদিতে বাণিজ্যে ধর্মীয় প্রতীক ব্যবহার নিষিদ্ধ: ৯০ দিনের মধ্যে সংশোধনের সুযোগ

Date: 2024-11-18
news-banner

সৌদি আরব বাণিজ্যিক ক্ষেত্রে ধর্মীয় প্রতীক, জাতীয় প্রতীক এবং যে কোনো পবিত্র চিহ্নের ব্যবহার নিষিদ্ধ করেছে। দেশটির বাণিজ্যমন্ত্রী ড. মাজেদ আল কাসাবি এই ঘোষণা দিয়ে জানিয়েছেন, এসব প্রতীকের পবিত্রতা রক্ষায় সৌদি আরবের প্রতিশ্রুতির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (১৭ নভেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানায়।

নতুন এই নির্দেশনা অনুযায়ী, বাণিজ্যিক প্রচারণা, পণ্য, লোগো, উপহার সামগ্রী বা অন্য কোনো মাধ্যমে ধর্মীয়, জাতীয় এবং পবিত্র প্রতীক ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সৌদির বাণিজ্য মন্ত্রণালয় জানায়, এই নির্দেশনা অফিসিয়াল গ্যাজেটে প্রকাশের ৯০ দিন পর থেকে কার্যকর হবে। এই সময়সীমার মধ্যে যারা এমন প্রতীক ব্যবহার করছে, তাদের তা পরিবর্তন করার সুযোগ দেওয়া হবে।

এর আগে থেকেই সৌদি পতাকা বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহারে নিষেধাজ্ঞা ছিল। পতাকায় কালেমা, একটি পাম গাছ এবং দুটি তরবারির চিহ্ন রয়েছে, যা পবিত্রতার প্রতীক। নতুন নির্দেশনায় সৌদির নেতাদের নাম ও ছবি প্রিন্ট করে কোনো পণ্য বা উপহার সামগ্রী তৈরির ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সম্প্রতি রিয়াদে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে কাবার অনুকরণে একটি মডেল তৈরি করে প্রদর্শন করা হয়। সেখানে শিল্পীদের নৃত্য ও গান পরিবেশনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তীব্র সমালোচনা শুরু হয়। এর পরই সৌদির পক্ষ থেকে এমন নির্দেশনা এলো, যদিও এটি সরাসরি ঐ ঘটনার প্রভাব কিনা তা স্পষ্ট করা হয়নি।

সৌদি সরকার আশা করছে, এই সিদ্ধান্ত ধর্মীয় ও জাতীয় চিহ্নের প্রতি সম্মান বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


Leave Your Comments