সাতক্ষীরায় সাড়ে ৮ বছর পর কবর থেকে তোলা হলো অক্ষত লাশ

Date: 2024-09-23
news-banner

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের দক্ষিণ ছোটকুপট (যোগিন্দ্রনগর) এলাকার একটি মসজিদ সংস্কারের জন্য মাটি খুঁড়তে গিয়ে সাড়ে ৮ বছর আগে দাফন করা এক ব্যক্তির অক্ষত লাশ পাওয়া গেছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে এই ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম আব্দুল গণি, যিনি ২০১৬ সালের ৭ মার্চ মারা গিয়েছিলেন এবং তাকে মসজিদের পাশেই দাফন করা হয়েছিল। আব্দুল গণি ছিলেন মৃত শামসুদ্দিন গাজীর ছেলে।

মসজিদ সংস্কারের প্রস্তাব অনুযায়ী মসজিদের পাশে থাকা কবরগুলো স্থানান্তর করার সিদ্ধান্ত নেয়া হয়। আব্দুল গণির ছেলে আবু সুফিয়ান জানান, কবর স্থানান্তরের সময় মাটি খুঁড়তেই দেখা যায় যে তার বাবার লাশ সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে। এটি দেখে সবাই অবাক হন। পরে স্থানীয় আলেমদের সঙ্গে পরামর্শ করে জানাজা ছাড়াই লাশ পুনরায় দাফন করা হয়।

এ বিষয়ে হাম্মাদিয়া মাদরাসার মুহতামিম মুফতি মাউসুফ সিদ্দিকী বলেন, অক্ষত লাশ পাওয়া ইসলামিক বিশ্বাস অনুযায়ী কোনো অস্বাভাবিক ঘটনা নয়। তিনি কুরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, "যারা আল্লাহর পথে মারা যান, তারা প্রকৃত অর্থে মৃত নন। তারা জীবিত, এবং কবরে তাদের জন্য রিজিক রয়েছে।" তাই এই ঘটনা অনেকের জন্য বিস্ময়কর হলেও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি আল্লাহর এক বিশেষ কুদরত হিসেবে দেখা হয়।

Leave Your Comments