সাতক্ষীরার দেবহাটায় বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

Date: 2024-11-10
news-banner

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে লক্ষীকান্ত মন্ডল (৫৭) নামে একজন মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন মাহিন্দ্রার আরও ছয়জন যাত্রী। শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে দেবহাটার চাঁদপুর মাদরাসা সংলগ্ন সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত লক্ষীকান্ত মন্ডল সাতক্ষীরা সদর উপজেলার বৈচনা গ্রামের মৃত যতীন্দ্র নাথ মণ্ডলের ছেলে। তার সঙ্গে আহতদের মধ্যে আছেন প্রেমকান্ত মন্ডল, সাধনা রানি, সরমা মন্ডল, কবিতা মন্ডল, মনীষা ও সীতা মন্ডল। জানা গেছে, কালিগঞ্জে একটি অনুষ্ঠান শেষে লক্ষীকান্তসহ ছয়জন মাহিন্দ্রায় বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চাঁদপুর এলাকায় পৌঁছালে তাদের বহনকারী মাহিন্দ্রার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মামুন পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাটি উল্টে যায় এবং সাতজন গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় লক্ষীকান্তের মৃত্যু হয়। আহত বাকি ছয়জনের চিকিৎসা চলছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দেবহাটা থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন তালুকদার জানান, সড়ক দুর্ঘটনার বিষয়ে পুলিশ ইতিমধ্যে ঘাতক বাস ও চালক রুবেল হোসেনকে আটক করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave Your Comments