সাতক্ষীরায় ডাকাত দলের সরদারসহ তিনজন গ্রেপ্তার, তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার

Date: 2024-09-30
news-banner

সাতক্ষীরার সদর ও কালীগঞ্জে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ডাকাত দলের সরদারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। সোমবার (৩০ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলা পুলিশের কনফারেন্স রুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আমিনুর রহমান এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন- কালীগঞ্জ থানার শংকরপুর গ্রামের ইয়ার আলী (৩২), মো. শাহিন আলম মোড়ল (৩২), ও মহিববুল্যাহ বাবু (২৮)। রোববার (২৯ সেপ্টেম্বর) জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজের নেতৃত্বে সদর উপজেলার লাবসা বাইপাস ও কালীগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান জানান, গ্রেপ্তারকৃত ইয়ার আলী একজন কুখ্যাত ডাকাত দলের সরদার। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, দস্যুতা ও চুরিসহ ১৭টি মামলা চলমান রয়েছে। তার বিরুদ্ধে আদালত থেকে জারি করা পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানাও মুলতবি ছিল। সম্প্রতি দেবহাটা থানার জগন্নাতপুর গ্রামে মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষের বাড়িতে ডাকাতি ও কালীগঞ্জ থানার ইউসুফপুর গ্রামের একটি ঘটনায় বোমা বিস্ফোরণের সঙ্গে ইয়ার আলীর সম্পৃক্ততা রয়েছে।

ডাকাত দলের এই তিন সদস্যকে গ্রেপ্তার করার পর তাদের স্বীকারোক্তি অনুযায়ী তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান।


Leave Your Comments