নামের কারণে বৈষম্যের শিকার বগুড়া জেলা: সারজিস আলম

Date: 2024-12-06
news-banner

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, গত ১৬ বছরে শুধুমাত্র নামের কারণে বগুড়া জেলা উন্নয়ন বৈষম্যের শিকার হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় পারিবারিক কাজে বগুড়ায় এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, “শুধু নামের কারণে বগুড়ার উন্নয়ন বারবার আটকে গেছে। এই বৈষম্য আর সহ্য করা হবে না। বগুড়ার ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন উত্তরের জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি শহীদ ও আহতের সংখ্যা সৃষ্টি করেছে। তাদের ভূমিকা অনস্বীকার্য।”

সাম্প্রতিক সময়ে ভারতের গণমাধ্যমে অপপ্রচার এবং উসকানিমূলক আচরণ প্রসঙ্গে সারজিস বলেন, “বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আমরা সর্বদা সজাগ। কেউ এই সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করলে দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে জীবন দেব। ভারত তাদের আগ্রাসী নীতির মাধ্যমে আওয়ামী লীগকে নিরাপত্তা দিয়ে বাংলাদেশকে শোষণ করেছে। তবে সেই সুযোগ আর দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “ভারতই নির্ধারণ করবে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক কেমন হবে। তবে আমরা বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। কোনো ধরনের অপতৎপরতা সফল হতে দেওয়া হবে না।”

সারজিস আলমের এই বক্তব্যে বগুড়ার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন আলোচনার সূত্রপাত হয়েছে। তিনি দ্রুত উন্নয়ন বৈষম্য দূর করার জন্য কেন্দ্রীয় সরকার এবং স্থানীয় প্রশাসনের কার্যকর ভূমিকা আশা করেন।

Leave Your Comments