বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, "সামনের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হতে যাচ্ছে। জনগণের আস্থা ধরে রাখা এবং তাদের সমর্থন নিয়ে এগিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য।" সোমবার (২ ডিসেম্বর) খুলনা প্রেসক্লাবে আয়োজিত "রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা সংস্কার" বিষয়ক খুলনা বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। কর্মশালায় খুলনা ও ময়মনসিংহ বিভাগের বিএনপি নেতাকর্মীরা অংশ নেন।
তারেক রহমান বলেন, "বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ। আমরা তখনই ক্ষমতায় যেতে পারব, যখন জনগণের সমর্থন অর্জন করব। দলকে সামনের দিকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের সবার। জনগণের সঙ্গে থাকুন, তাদের আস্থা ধরে রাখুন। জনগণের প্রত্যাশা পূরণে আপনাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।"
তিনি আরও বলেন, "দেশ সকল মানুষের জন্য। গত কয়েক মাসে কিছু ব্যক্তি যে সংস্কারের কথা বলছেন, বিএনপি দুই বছর আগে থেকেই তা বলে আসছে। আমাদের ৩১ দফা সংস্কার শুধু বিএনপির নয়; এটি দেশের গণতান্ত্রিক সকল দলের পক্ষে। ৩১ দফা জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।"
তারেক রহমান বলেন, "স্বৈরাচারের বিরুদ্ধে ১৭ বছরের সংগ্রাম যেভাবে টিকে ছিল, তার চেয়ে সহজ হবে ৩১ দফার পরিকল্পনা বাস্তবায়ন। জনগণের কাছে যেতে হবে, তাদের সমর্থন নিতে হবে। দলের নেতাকর্মীদের এই কাজ সঠিকভাবে সম্পন্ন করতে হবে।"
তারেক রহমান জানান, ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারের জন্য "ফ্যামিলি কার্ড" চালু করা হবে, যা পরিবারের মা বা স্ত্রীর নামে হবে। এটি তাদের পারিবারিক ও সামাজিক মর্যাদা বাড়াবে। এছাড়া কৃষকদের জন্য "ফার্মার্স কার্ড" চালু করা হবে, যা মৌসুমভিত্তিক কৃষি উপকরণ এবং আর্থিক সহায়তা প্রদান করবে।
তিনি বলেন, "রাষ্ট্রের সম্পদ দেশের প্রান্তিক মানুষের জন্য। বিশেষ কোনো ব্যক্তির জন্য নয়। নারীদের মর্যাদা ও শিক্ষার জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। খালেদা জিয়ার শাসনামলে নারীদের শিক্ষায় যে সুযোগ সৃষ্টি হয়েছিল, তা আরও প্রসারিত হবে।"
খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ড. মওদুদ আলমগীর পাভেল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, এবং সহ-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীসহ বিভিন্ন নেতৃবৃন্দ। খুলনা বিভাগের ১১টি ইউনিটের নেতাকর্মীরা কর্মশালায় অংশ নেন।
তারেক রহমানের বক্তব্যে দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা যায়। কর্মশালায় ৩১ দফা বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।