দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু তার প্রাক্তন স্বামী নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর জীবনের নানা কঠিন অধ্যায় নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন। ব্যক্তিগত জীবনে ওঠা-নামা, বিচ্ছেদের পর সামাজের কাছ থেকে পাওয়া কটু কথা ও নতুনভাবে জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি সম্পর্কে খোলামেলা কথা বলেন তিনি।
সামান্থা জানান, নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তাকে নানা অপমানজনক মন্তব্যের শিকার হতে হয়েছে। অভিনেত্রী বলেন, "আমাকে বলা হয়েছে আমি 'সেকেন্ড হ্যান্ড' হয়ে গেছি। এমনকি, আমাকে 'ব্যবহৃত জিনিস' বলে কটাক্ষ করা হয়েছে।"
তিনি আরও বলেন, "বিবাহবিচ্ছেদের পর একজন মেয়েকে এমনভাবে কোণঠাসা করা হয় যে মনে হয় তার জীবন ব্যর্থ। তবে আমি এসব পিছনে ফেলে জীবনের নতুন অধ্যায় শুরু করেছি।"
বিচ্ছেদের পর সামান্থা নিজের কাজ এবং জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। অভিনেত্রী জানান, "আমি এখন অনেক ভালো আছি। বিচ্ছেদ আমাকে আরও পরিণত করেছে একজন মানুষ হিসেবে। দুর্দান্ত সব কাজের প্রস্তাব পাচ্ছি এবং জীবনের পরবর্তী পর্যায়ে এগিয়ে যাওয়ার জন্য মুখিয়ে আছি।"
তিনি আরও জানান, গুজব এবং কটাক্ষের মুখোমুখি হয়েও তিনি নিজেকে সামলে নিয়েছেন এবং জীবনের প্রতিটি মুহূর্তকে গ্রহণ করেছেন নতুনভাবে।
অন্যদিকে, সামান্থার প্রাক্তন স্বামী নাগা চৈতন্য আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। আগামী ৪ ডিসেম্বর নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালার বিয়ে সম্পন্ন হবে। তাদের বিয়ের আসর বসবে আক্কেনেনি পরিবারের ঐতিহাসিক অন্নপূর্ণা স্টুডিওতে।
সূত্র জানিয়েছে, নাগা চৈতন্য তার ঠাকুরদার স্মৃতিবিজড়িত স্থানে আশীর্বাদ নিয়ে নতুন জীবন শুরু করবেন। তবে বিয়ের বিষয়ে এখন পর্যন্ত কোনও মন্তব্য করেননি সামান্থা।
সামান্থার সাহসী বক্তব্য এবং জীবনের প্রতি তার ইতিবাচক মনোভাব ভক্তদের অনুপ্রেরণা জোগাচ্ছে। ব্যক্তিগত জীবনের জটিলতা কাটিয়ে তিনি যে নতুনভাবে উজ্জ্বল হয়ে উঠছেন, তা তার কাজ ও ব্যক্তিত্বেই স্পষ্ট।