সালমান খানের থেকে বিষ্ণোই গ্যাং ভালো: সাবেক প্রেমিকা সোমি আলির বিস্ফোরক মন্তব্য

Date: 2024-10-31
news-banner
বলিউডের ভাইজান সালমান খানকে হুমকি দেওয়ার ঘটনায় সরব হয়ে উঠেছেন তার প্রাক্তন প্রেমিকা এবং অভিনেত্রী সোমি আলি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ও সালমানের অতীত সম্পর্ক নিয়ে মুখ খুলে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। সঙ্গীতা বিজলানি, ক্যাটরিনা কাইফ, এবং ঐশ্বরিয়া রাইয়ের প্রসঙ্গ তুলে বলেছেন, লরেন্স বিষ্ণোই গ্যাং সালমানের চেয়ে ভালো।

সোমি আলি আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, সম্পর্কের সময় সালমান তার সাবেক প্রেমিকাদের সাথে সুসম্পর্ক বজায় রেখেছিলেন, তবে তার প্রতি আচরণ ছিল সম্পূর্ণ ভিন্ন। সোমির কথায়, “সালমান আমার সঙ্গে যে আচরণ করেছেন, তা আর কারও সঙ্গে করেননি। তিনি আমাকে যতটা হেনস্থা করেছিলেন, অন্য কাউকে করেননি।”

ঐশ্বরিয়া রাইয়ের প্রসঙ্গে বলেন, সালমান তাকে শারীরিক নির্যাতন করেছিলেন। তিনি জানান, ঐশ্বরিয়ার কাঁধের হাড় ভেঙে দিয়েছিলেন সালমান। ক্যাটরিনার সাথে কী করেছিলেন, তা সোমি জানেন না। এছাড়াও, একবার সোমিকে মারধর করার সময় বাড়ির পরিচারক দরজায় ধাক্কা দিয়ে সালমানকে থামানোর অনুরোধ জানিয়েছিলেন। অভিনেত্রী তাবু, সোমির এই অবস্থা দেখে কেঁদে ফেলেছিলেন।

সালমান ও সোমির সম্পর্ক ১৯৯৯ সালে চিরদিনের জন্য শেষ হয়ে যায়, যখন ঐশ্বরিয়ার সাথে সালমানের ডেটিং শুরু হয় এবং সোমি ভারত ছেড়ে চলে যান।

Leave Your Comments