সালাহউদ্দিন নোমান চৌধুরী জাতিসংঘে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগপ্রাপ্ত

Date: 2024-10-21
news-banner
 সরকার জাতিসংঘে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে সালাহউদ্দিন নোমান চৌধুরীকে নিয়োগ দিয়েছে। রোববার (২০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক আদেশ জারি করা হয়েছে।

নোমান চৌধুরী বর্তমানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিতের স্থলাভিষিক্ত হবেন, যিনি চলতি বছরের ডিসেম্বর মাসে অবসরে যাচ্ছেন। মুহিতের অবসরের পর নোমান চৌধুরী জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

কূটনৈতিক জীবনে সালাহউদ্দিন নোমান চৌধুরী ২০২০ সালের ১১ নভেম্বর কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে দায়িত্ব পালন শুরু করেন। এর আগে তিনি নয়াদিল্লি, ইসলামাবাদ এবং নিউইয়র্কে বাংলাদেশ মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও, ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে তিনি প্রশাসন, বহিঃপ্রচার, বহুপাক্ষিক অর্থনৈতিক বিষয়, প্রটোকল, জাতিসংঘ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দায়িত্বে ছিলেন। তিনি ফরেন সার্ভিস একাডেমিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগেও ভূমিকা রেখেছেন।

সালাহউদ্দিন নোমান চৌধুরী ১৯৯৩ সালে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং ১৯৯৮ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগ দেন। তার দীর্ঘ কূটনৈতিক অভিজ্ঞতা এবং দক্ষতার ভিত্তিতে তাকে জাতিসংঘে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

Leave Your Comments