দুই ফরম্যাট থেকে অবসর, সাকিব আল হাসানের বেতন কমে অর্ধেকে

Date: 2024-10-03
news-banner

 বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের জন্য আরও একটি দুঃসংবাদ। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসরের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পাওয়া বেতন অর্ধেকেরও বেশি কমে যাচ্ছে প্রাক্তন এই অধিনায়কের।

বিসিবি প্রতিবছর ক্রিকেটারদের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি নবায়ন করে থাকে। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রকাশিত সর্বশেষ চুক্তিতে সাকিব তিন ফরম্যাটেই অন্তর্ভুক্ত ছিলেন। কিন্তু গত সেপ্টেম্বরে সাকিব আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। এ কারণে দুই ফরম্যাটের কেন্দ্রীয় চুক্তি থেকে তার নাম বাদ যাবে এবং বেতনও কমে আসবে।

বিসিবির নিয়ম অনুযায়ী, তিন ফরম্যাটে অন্তর্ভুক্ত থাকা ক্রিকেটাররা বেতনের বিভিন্ন স্তরে ভাগ পেয়ে থাকেন। টেস্টের জন্য এ+ গ্রেডের ক্রিকেটাররা পান সাড়ে ৪ লাখ টাকা, ওয়ানডের জন্য ৪ লাখ টাকা এবং টি-টোয়েন্টির জন্য সাড়ে ৩ লাখ টাকা। এই নিয়ম অনুযায়ী, সাকিব মাসে বেতন হিসেবে ৭ লাখ ৩০ হাজার টাকা পেতেন। তবে এখন টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ানোয় সাকিব কেবল ওয়ানডে ফরম্যাটের জন্য মাসিক ৪ লাখ টাকা বেতন পাবেন।

অবশ্য সাকিবের ক্রিকেট ক্যারিয়ারের শেষ ধাপও ধীরে ধীরে এগিয়ে আসছে। তিনি ঘোষণা দিয়েছেন যে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে ফরম্যাট থেকেও অবসর নেবেন।

সাকিবের অবসরের সিদ্ধান্ত দেশের ক্রিকেটে বড় পরিবর্তন আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা, তবে তার দীর্ঘদিনের অবদান ভক্তদের হৃদয়ে অমলিন থাকবে।

Leave Your Comments