নিজ বাড়ীর বালুর নিচ থেকে সাকিবের লাশ উদ্ধার, পিতা পলাতক

Date: 2024-09-21
news-banner

স্বাধীন ডেস্ক :

যশোরের অভয়নগরে বালির নিচে চাপা অবস্থায় শরিফুল ইসলাম সাকিব (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে অভয়নগরের একতারপুর পূর্ব পাড়া গ্রামে মরদেহটি পাওয়া যায়। সাকিব মানসিক প্রতিবন্ধী ছিলেন এবং তিনি স্থানীয় মজিবর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, সাকিব ১৭ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন। ২০ সেপ্টেম্বর বিকেলে প্রতিবেশী মোমেনা বেগম সাকিবদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পান এবং একটি নির্মাণাধীন বাড়ির রুমে হাত-পায়ের কিছু অংশ দেখতে পান। এরপর সেখানে স্থানীয় লোকজন এসে দেখেন যে সাকিবের মরদেহ বালিভর্তি বস্তায় রাখা। পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে মরদেহ উদ্ধার করে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিকুল ইসলাম জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সাকিব নিখোঁজ হওয়ার পর থেকে তার বাবা মজিবর রহমান পলাতক রয়েছেন, যা বিষয়টিকে আরও সন্দেহজনক করেছে।


Leave Your Comments