স্বাধীন ডেস্ক :
রোববার (২২ সেপ্টেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে যে, এই সাক্ষাৎ ছিল সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ, যা অন্তর্বর্তী সরকার ও সামরিক বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার প্রয়াস হিসেবে দেখা যেতে পারে।
সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস এবং সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তাদের আলোচনায় দেশের নিরাপত্তা পরিস্থিতি, সামরিক বাহিনীর ভূমিকা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।