সাজেকে আটকা পড়া দেড় হাজার পর্যটক খাদ্য সংকটে

Date: 2024-09-23
news-banner

শনিবার (২১ সেপ্টেম্বর) থেকে বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার ডাকা ৭২ ঘণ্টার অবরোধের কারণে রাঙামাটির সাজেকে আটকা পড়েছেন প্রায় দেড় হাজার পর্যটক। পর্যটকদের মধ্যে নারী, শিশু, বয়োবৃদ্ধসহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত এবং চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের সংকটে পড়েছেন। চাকরিজীবীদেরও একটি বড় অংশ রয়েছে, যারা সাপ্তাহিক ছুটিতে সাজেক ভ্রমণে গেলেও অবরোধের কারণে কর্মস্থলে ফিরতে পারছেন না।

সাজেকের কটেজ মালিকদের মতে, মোট ১৭৮টি পর্যটকবাহী গাড়ি ও প্রায় দেড় হাজার পর্যটক এখনো অবরোধের কারণে সেখানে আটকা রয়েছে। এছাড়া, বিদ্যুৎ সংযোগও বৃহস্পতিবার থেকে বন্ধ রয়েছে, ফলে জেনারেটর দিয়ে বিদ্যুৎ সরবরাহ করতে হচ্ছে। তবে, অবরোধের কারণে জ্বালানি তেলের সংকট দেখা দেওয়ায় অনেক কটেজে জেনারেটর চালানো বন্ধ হয়ে গেছে। এ ছাড়া, তেলের অভাবে পানি উত্তোলনও বাধাগ্রস্ত হচ্ছে, ফলে খাবার ও পানীয় জলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের সংকট আরও প্রকট আকার ধারণ করেছে।

এই পরিস্থিতির দ্রুত সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন কটেজ মালিক ও পর্যটকরা, যাতে পর্যটকরা নিরাপদে ফিরতে পারেন এবং অবরোধের ফলে সৃষ্ট এই সংকট কাটানো যায়।


Leave Your Comments