অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের পদত্যাগের দাবি তুলেছেন বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে #StepDownYounus হ্যাশট্যাগ দিয়ে একটি পোস্টে তিনি এ দাবি জানান।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন প্রভাবশালী এই সাবেক মন্ত্রী। জানা গেছে, তিনি কোথায় অবস্থান করছেন তা নিশ্চিত নয়, তবে তার ভেরিফাইড ফেসবুক পেজে নিয়মিত পোস্ট আসছে।
বর্তমানে জেড আই খান পান্নার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা, সাভার ও এনায়েতপুর থানায় অগ্নিসংযোগ, অস্ত্র লুট, এবং দেশজুড়ে পুলিশ হত্যা ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব রয়েছেন কামাল। সরকার পতনের পর অবৈধ সম্পদ অর্জন, ছাত্র আন্দোলনের সময় হামলা ও হত্যার অভিযোগে বিভিন্ন মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক পোস্ট এবং চলমান কার্যকলাপ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা।