সাবেক সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনি গ্রেপ্তার

Date: 2024-10-01
news-banner

গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে দুটি মামলা থাকায় মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাতে তাকে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, "গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনিকে ডিবি গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে, যার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাকে পুলিশের গোয়েন্দা শাখার কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে।"

তবে, মামলাগুলোর বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। মাহবুব আরা বেগম গিনি গাইবান্ধা-২ আসন থেকে বেশ কয়েকবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি জাতীয় সংসদের হুইপ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Leave Your Comments