সাবেক মেয়র আতিকুল ইসলাম মহাখালী থেকে গ্রেপ্তার

Date: 2024-10-16
news-banner
রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১৬ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

প্রসঙ্গত, আতিকুল ইসলাম গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর লোকচক্ষুর আড়ালে চলে যান। এই সময়ের মধ্যে তার গ্রেপ্তার ও দেশ ছাড়ার গুজব বিভিন্ন সময়ে শোনা গিয়েছিল। তবে, এসব গুজবের মধ্যে তাকে গ্রেপ্তারের খবর সত্যি হলো আজ।

আতিকুল ইসলাম ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনে মেয়র হিসেবে নির্বাচিত হন।

Leave Your Comments