সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুসহ ১১ জনের বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির অভিযোগে মামলা

Date: 2024-10-31
news-banner
 সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকু, তার ছেলে বেড়া পৌরসভার সাবেক মেয়র আসিফ শামস রঞ্জন এবং টুকুর ভাই সাবেক মেয়র আব্দুল বাতেনসহ ১১ জনের বিরুদ্ধে দখল, চাঁদাবাজি, অর্থ আত্মসাৎ এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

গত বুধবার (৩০ অক্টোবর) দ্রুত বিচার আইনে পাবনা আমলি আদালত-১ এ মামলাটি দায়ের করেন বেড়া পৌর সদরের বৃশালিখা মহল্লার বাসিন্দা ও ব্যবসায়ী মির্জা মেহেদি হাসান। তিনি বেড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট নাজমুল হোসেন শাহীন জানিয়েছেন, পাবনা আমলি আদালত-১ এর বিচারক মোরশেদুল আলম মামলাটি আমলে নিয়ে বেড়া মডেল থানাকে এটি এফআইআর হিসেবে নথিভুক্ত করে তদন্তের নির্দেশ দিয়েছেন।

Leave Your Comments