সাভার মডেল থানার পুকুরে সাঁতার শিখতে গিয়ে নিখোঁজ হওয়ার তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল আব্দুল্লাহ নেওয়াজ তুষীন (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে সাভার মডেল থানার সামনের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল্লাহ নেওয়াজ তুষিন সাভার পৌর এলাকার সোবহানবাগ মহল্লার বাসিন্দা নুর ইসলামের ছেলে। তিনি সাভার সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
সহপাঠীদের বরাতে জানা যায়, তুষিন নৌবাহিনীতে চাকরি করার ইচ্ছায় সাঁতার শিখতে থানার পুকুরে আসেন। দুপুর ১টা ৩০ মিনিটের দিকে একাই পুকুরে সাঁতার কাটতে নেমে পানিতে তলিয়ে যান। পুকুরের পাশে থাকা দুই শিশু তাকে ডুবতে দেখে দ্রুত পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত উদ্ধার কাজে নামে। তবে প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়।
এই ঘটনার পর তুষিনের সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।