আখাউড়া স্থলবন্দরে ভারত পালানোর চেষ্টাকালে এস আলম গ্রুপের কর্মকর্তা গ্রেপ্তার

Date: 2024-10-25
news-banner
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত পালানোর সময় এস আলম গ্রুপের কর্মকর্তা সুজন কান্তি দে’কে (৪৪) গ্রেপ্তার করেছে আখাউড়া ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে আখাউড়া স্থলবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়।

সুজন কান্তি দে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মালঘর এলাকার সনজিত কান্তি দে’র ছেলে। আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ খায়রুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সুজন কান্তি দে এস আলম গ্রুপের অধীনে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডে ২৩ বছর ধরে সিনিয়র ডেলিভারি অফিসার পদে চাকরি করছেন। তার বিরুদ্ধে চট্টগ্রামের আনোয়ারা থানায় একাধিক মামলা রয়েছে, যার মধ্যে এস আলম গ্রুপের কর্ণধারকে অর্থপাচারে সহায়তা করার গুরুতর অভিযোগও অন্তর্ভুক্ত।

আনোয়ারা থানার রিকুইজিশন আদেশের ভিত্তিতে সুজন কান্তি দে’র বহির্গমন রোধ করে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। আখাউড়া থানা থেকে আনোয়ারা থানার পুলিশের কাছে তাকে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

এই ঘটনায় ব্যবসায়ী মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অর্থপাচার সংক্রান্ত এই অভিযোগে তার গ্রেপ্তার দেশের বিভিন্ন পর্যায়ে আলোচনা সৃষ্টি করেছে।

Leave Your Comments