রাশিয়া থেকে ৩০ হাজার মেট্রিক টন মিউরেট অব পটাশ( এমওপি) আমদানি করবে সরকার

Date: 2024-10-24
news-banner
সরকার রাশিয়া থেকে ৩০ হাজার মেট্রিক টন এমওপি (মিউরিয়েট অব পটাশ) সার আমদানির অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৯ম সভায় এই প্রস্তাবটি অনুমোদিত হয়। অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সর্বমোট তিনটি প্রস্তাব উপস্থাপন করা হলে তিনটিই অনুমোদন পায়।

বৈঠক সূত্রে জানা যায়, রাষ্ট্রীয় পর্যায়ে রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক কর্পোরেশন ‘প্রডিন্টরগ’ এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর মধ্যে স্বাক্ষরিত চুক্তির অধীনে এটি ৩য় লটের ৩০ হাজার মেট্রিক টন সার আমদানির অনুমোদন। এই চুক্তির আওতায় ১০৪ কোটি ৩১ লাখ টাকায় সার আমদানি করা হবে, যেখানে প্রতি মেট্রিক টনের দাম নির্ধারিত হয়েছে ২৮৯.৭৫ মার্কিন ডলার।

বিএডিসির মাধ্যমে এ সার সরবরাহ করা হবে, যা দেশের কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Leave Your Comments