রূপসা-সায়নদীপের ঘরে আসছে নতুন অতিথি: সুখবর জানালেন শিশু দিবসে

Date: 2024-11-15
news-banner

টলিপাড়ার জনপ্রিয় জুটি রূপসা চট্টোপাধ্যায় এবং সায়নদীপ সরকার পরিবারে নতুন অতিথি আসার সুখবর দিলেন। এই বছরের ৪ অক্টোবর সামাজিক মতে বিয়ে সারেন তাঁরা। এর এক মাসের মধ্যেই, শিশু দিবসে কেক হাতে একটি ছবি পোস্ট করে তাঁদের এই নতুন যাত্রার ঘোষণা করলেন।

রূপসা ও সায়নদীপের ভালোবাসার গল্প শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই তাঁরা আইনি মতে বিয়ে করেন এবং নতুন ফ্ল্যাটে একসঙ্গে সংসার শুরু করেন। অক্টোবর মাসে দুই পরিবারের উপস্থিতিতে সামাজিক মতে বিয়ের পর তাঁরা সিকিমে হানিমুনে যান।

বৃহস্পতিবার, শিশু দিবসে রূপসা ও সায়নদীপ জানান, তাঁদের জীবনে আসতে চলেছে ছোট্ট একটি অতিথি। সামাজিক মাধ্যমে শেয়ার করা পোস্টে তাঁরা লিখেছেন, 'এবার থেকে প্রত্যেক শিশু দিবস আমাদের জন্য খুব বিশেষ হতে চলেছে। কারণ আমাদের জীবনে জুনিয়র আসছে। সবাই আশীর্বাদ এবং ভালোবাসা দেবেন।'

সম্ভবত কিছুদিনের জন্য কাজ থেকে বিরতি নিচ্ছেন রূপসা। আপাতত এই সময়টুকু নিজেদের মতো করে উপভোগ করতে চান এই নবদম্পতি। টলিপাড়ার ভক্তদের কাছ থেকে তাঁরা শুভেচ্ছা এবং ভালোবাসায় ভরপুর হচ্ছেন।

এই জুটির জীবনের প্রতিটি মাইলস্টোন ভক্তদের সঙ্গে ভাগ করে নেওয়ার অভ্যাস রয়েছে। বিয়ের পর থেকেই সামাজিক মাধ্যমে তাঁদের বিভিন্ন মুহূর্তের ছবি প্রকাশ করেছেন রূপসা। এবারও তাঁদের নতুন যাত্রার খবর শেয়ার করে তাঁদের ভক্তদের আনন্দে মাতিয়ে দিয়েছেন।

Leave Your Comments