রূপগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: একই পরিবারের ৬ জন দগ্ধ

Date: 2024-10-26
news-banner
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একই পরিবারের ৬ সদস্য গুরুতর দগ্ধ হয়েছেন। শুক্রবার (২৫ অক্টোবর) রাতে উপজেলার ডহরগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

দগ্ধদের দ্রুত উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে আছেন মো. বাবুল (৪৭), সেলি (৩৬), মো. সুয়েল (২২), মুন্নি (২০), মো. ইসমাইল (১৬) এবং তাসলিমা (১৩)। তারা সবাই একই পরিবারের সদস্য এবং রূপগঞ্জের একটি পোশাক কারখানায় কাজ করেন।

দগ্ধ বাবুলের চাচা মোগল মিয়া জানান, পরিবারের সদস্যরা কাজ শেষে বাসায় ফিরে বিশ্রামে ছিলেন। এসময় সেলি বেগম মশার কয়েল জ্বালানোর চেষ্টা করলে গ্যাস লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে এবং সকলেই দগ্ধ হন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, "রূপগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ ৬ জন দগ্ধ হয়েছেন। তাদের দ্রুত হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হচ্ছে।"

Leave Your Comments