জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান অভিনয়ের পাশাপাশি ফ্যাশনসেন্স এবং সৌন্দর্য ধরে রাখার জন্য দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছেন। দুই দশকের বেশি সময় ধরে নাটক ও চলচ্চিত্রে সাফল্যের সঙ্গে কাজ করার পাশাপাশি নিজেকে ফ্যাশন জগতে আকর্ষণীয় মডেল হিসেবেও প্রমাণ করেছেন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে রুনার শেয়ার করা সাদা গাউনে একটি ফটোশুটের ছবি নতুন করে তাকে আলোচনায় এনেছে। একটি ফ্যাশন ব্র্যান্ডের প্রচারণায় কভার মডেল হিসেবে তার উপস্থিতি ভক্তদের মুগ্ধ করেছে। হালকা গহনা এবং নিখুঁত মেকআপে তার আবেদনময়ী রূপ যেন হৃদয় ছুঁয়েছে সবার।
রুনা খান চল্লিশের কোঠায় পা দিলেও তার সৌন্দর্য এবং আবেদন যেন অটুট। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, বয়সকে তিনি কেবল একটি সংখ্যা হিসেবে দেখেন। তার মতে, বয়স কখনোই কাজ বা আকর্ষণীয়তার পথে বাধা হতে পারে না।
রুনা বলেন, “আমার সমবয়সি অপূর্ব, নিশোদের বয়স বা আকর্ষণ নিয়ে তো প্রশ্ন করা হয় না। তাহলে কেন আমার বা বাঁধনের আকর্ষণীয়তা নিয়ে প্রশ্ন উঠবে? ৪০-৪২ বছর বয়সে যেমন তারা আকর্ষণীয় থাকতে পারে, আমরাও পারি।"
তিনি আরও বলেন, “আমার মা এবং অভিনেত্রী শর্মীলা আহমেদ, দিলারা জামান আমার অনুপ্রেরণা। তারা যেভাবে নিজেদের সেরা অবস্থানে রেখেছেন, আমিও তেমন হতে চাই। সুস্থ থাকলে আশি বছর বয়সেও মডেলিং এবং অভিনয় চালিয়ে যেতে চাই।”
রুনার এই দৃষ্টিভঙ্গি এবং আত্মবিশ্বাস তাকে আধুনিক ও দৃঢ়প্রতিজ্ঞ নারীর প্রতীক করে তুলেছে। বয়সকে জয় করে নিজেকে নতুনভাবে তুলে ধরার এই প্রচেষ্টা ভক্তদের জন্য এক নতুন অনুপ্রেরণা হয়ে উঠেছে।