সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ, স্ত্রী ও সন্তানদের হিসাবও স্থগিত

Date: 2024-10-03
news-banner

সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এই নির্দেশনা প্রদান করেছে। একই সঙ্গে তার স্ত্রী ইলা হক, ছেলে জিয়াউর হক এবং মেয়ে মেহজাবিন হকের ব্যাংক হিসাবও স্থগিত রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিএফআইইউর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জব্দকৃত অ্যাকাউন্টগুলোতে ব্যক্তিগত ও ব্যবসায়িক সব ধরনের লেনদেন স্থগিত থাকবে এবং আগামী ৩০ দিন কোনো ধরনের লেনদেন করা যাবে না। এ সময়সীমা প্রয়োজনে আরও বাড়ানো হতে পারে।

বিএফআইইউর চিঠিতে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা অনুযায়ী এই লেনদেন স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে আ ফ ম রুহুল হক, তার স্ত্রী ও সন্তানদের জাতীয় পরিচয়পত্রসহ সব প্রয়োজনীয় তথ্য উল্লেখ করা হয়েছে।

আরও বলা হয়েছে, যেসব ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে, সেসবের যাবতীয় তথ্য—যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি (Know Your Customer), এবং লেনদেন বিবরণী—বিএফআইইউতে চিঠি পাঠানোর ২ কার্যদিবসের মধ্যে জমা দিতে হবে।

উল্লেখ্য, চলতি বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন, যা টানা ১৬ বছরের আওয়ামী লীগের শাসনের অবসান ঘটায়। এরপর আ ফ ম রুহুল হক গা ঢাকা দেন। তিনি সাতক্ষীরা-৩ আসনের চারবারের সংসদ সদস্য এবং ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

Leave Your Comments