দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছেন আফগানিস্তানের তারকা লেগস্পিনার রশিদ খান। শুধু তিনিই নন, একই দিনে তার তিন ভাই আমির খলিল, জাকিউল্লা এবং রাজা খানও একসঙ্গে বিয়ে করেছেন। বৃহস্পতিবার কাবুলের এক অভিজাত হোটেলে এই জমকালো বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে রশিদ ও তার ভাইরা একই ধরনের পোশাকে সেজে হাজির হন।
বিয়ের অনুষ্ঠানে আফগানিস্তানের ক্রিকেট মহল থেকে অনেক পরিচিত মুখের সমাগম হয়। আফগান ক্রিকেট বোর্ডের সিইও নাসিব খানসহ উপস্থিত ছিলেন তারকা ক্রিকেটার মোহাম্মদ নবি, আজমাতুল্লাহ ওমরজাই, নাজিবুল্লাহ জাদরান, রহমত শাহ এবং মুজিব উর রহমান। সতীর্থদের সঙ্গে রশিদ খান হাস্যোজ্জ্বলভাবে ছবি তোলেন, যা তারা নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে রশিদ ও তার ভাইদের শুভকামনা জানান।
অনুষ্ঠানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা ছিল। বন্দুক হাতে নিরাপত্তারক্ষীদের হোটেলের আশেপাশে টহল দিতে দেখা যায়, যা বিয়েকে ঘিরে বিশেষ নিরাপত্তার চিত্র তুলে ধরে।
তবে, আফগানিস্তানের সামাজিক রীতি অনুযায়ী বিয়ের অনুষ্ঠানে কনের উপস্থিতি প্রকাশ্যে দেখা যায়নি। কনেকে অন্দরমহলে রাখা হয় এবং কোনো জায়গায় কনের নামও প্রকাশ করা হয়নি।
রশিদ খান ও তার ভাইদের এই বিয়ে আফগান ক্রিকেট ভক্তদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, আর ক্রিকেটপ্রেমীরা তার নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।