মধ্যপ্রাচ্যে ২০২৫ সালের সম্ভাব্য রমজান শুরুর তারিখ ঘোষণা, বাংলাদেশে ২ মার্চ রোজা শুরু হতে পারে

Date: 2024-10-29
news-banner

মুসলিম সম্প্রদায়ের অন্যতম পবিত্র মাস রমজান আসন্ন, আর মাত্র চার মাস পরেই শুরু হবে সিয়াম সাধনার এ মাস। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ইতোমধ্যে ২০২৫ সালের রমজান শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। দেশটির সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, সম্ভাব্য তারিখ অনুযায়ী, আগামী ১ মার্চ আমিরাতে রমজান শুরু হতে পারে। সেই হিসেবে বাংলাদেশে পবিত্র রমজান শুরু হতে পারে ২ মার্চ।

সংযুক্ত আরব আমিরাতের দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটি জানিয়েছে, চাঁদ দেখার ওপর নির্ভর করেই রমজান মাসের নির্দিষ্ট তারিখ নিশ্চিত হবে। সংগঠনটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান গালফ নিউজকে জানান, সম্ভাবনা রয়েছে যে ১ মার্চ আমিরাতে রমজান শুরু হবে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত চাঁদ দেখার ওপর নির্ভর করবে।

সংগঠনটি আরও জানায়, হিজরি জমাদিউল আউয়াল মাসের চাঁদ আগামী ৩ নভেম্বর দেখা যেতে পারে। সেই থেকে গোনা হবে রমজানের সময়কাল। সাধারণত, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা শুরুর একদিন পরেই বাংলাদেশে রোজা শুরু হয়।

বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমরা ইতোমধ্যে রমজান মাসের ক্ষণগণনা শুরু করেছেন। হিজরি ক্যালেন্ডার অনুযায়ী শাবান মাসের পরই আসে রমজান। মধ্যপ্রাচ্যের এই ঘোষণা অনুসারে বাংলাদেশে সম্ভাব্য রোজা শুরু হতে পারে ২ মার্চ।

Leave Your Comments