রোহিঙ্গাদের এনআইডি সংগ্রহের অপতৎপরতা ঠেকাতে ইসির সতর্কবার্তা

Date: 2024-11-28
news-banner

নির্বাচন কমিশন (ইসি) রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার চেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে দেশবাসীর সহযোগিতা চেয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ইসির সহকারী পরিচালক মো. আশাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি দেশের বিভিন্ন জেলা ও উপজেলার নির্বাচন অফিসগুলোতে রোহিঙ্গাদের এনআইডি সংগ্রহের অপতৎপরতা লক্ষ্য করা গেছে। তবে ভোটার তালিকা আইন, ২০০৯ এর ৭ (১) (ক) অনুযায়ী, কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক না হলে তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার কোনো সুযোগ নেই।

ইসি আরও জানিয়েছে, কিছু অসাধু ব্যক্তি বা দালালচক্র রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার কাজে সহায়তা করছে, যা ভোটার তালিকা আইন, ২০০৯ এবং জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ইসি বলেছে, “যদি কোনো রোহিঙ্গা বা বিদেশি নাগরিক এনআইডি সংগ্রহের চেষ্টা করে, তাহলে দ্রুত নির্বাচন কমিশনকে বিষয়টি জানান।” এ সংক্রান্ত তথ্য জানাতে নির্বাচন কমিশনের স্থানীয় উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন অফিসে সরাসরি যোগাযোগ করা যেতে পারে। এছাড়াও, ইসি সচিবালয়ের টেলিফোন নম্বর 02-55007600, ই-মেইল (secretary@ecs.gov.bd), কল সেন্টার ১০৫ (টোল ফ্রি), অথবা ডাকযোগে তথ্য পাঠানোর সুযোগ রয়েছে।

ইসি জানিয়েছে, এই তৎপরতার মাধ্যমে দেশব্যাপী সঠিক ভোটার তালিকা নিশ্চিত করতে এবং রোহিঙ্গাদের এনআইডি সংগ্রহের অপচেষ্টা বন্ধ করতে সরকার ও জনগণের সহযোগিতা একান্ত প্রয়োজন।

দেশের স্বার্থে রোহিঙ্গাদের এনআইডি সংগ্রহে জড়িত দালালচক্রের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন।

Leave Your Comments